বিপিএলে দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে খুলনা টাইটানস। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতলেও শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ম্যাচটি শুরু হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সুবাস পেয়েও জিততে পারেনি খুলনা টাইটানস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। খুলনা তাই চাইবে জয় পেয়ে ঘুরে দাঁড়াতে।
রবিবার (৬ জানুয়ারি) ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে বিনা উইকেটে ৯০ রান করেছিল খুলনা। কিন্তু দুই ওপেনার পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকের বিদায়ের পর পথভ্রষ্ট হয়ে তারা হেরে যায় ৮ রানে।
আজকের ম্যাচে পরিবর্তন এনেছে খুলনা। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কার্লোস ব্র্যাথওয়েট। ঢুকেছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড ওয়াইস।