ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসছেন আজ মঙ্গলবার। ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে বিকাল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে বলে ঐক্যফ্রন্টের একটি সূত্র জানিয়েছে। তবে এখনই কঠোর কোনো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই তাদের।
বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।