চতুর্থদিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়ন ও সাভারে নিহত শ্রমিক হত্যার বিচারের দাবিতে ফেন আন্দোলনে নেমেছে তারা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সব গার্মেন্টসের কর্মীরা সড়কে অবস্থান নেন। বর্তমানে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।
পুলিশের পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।’
গত তিনদিন ধরে একই দাবিতে বিমানবন্দর, উত্তরা, সাভার, টঙ্গী, গাজীপুরে সড়কে অবস্থান নেয় পোশাক শ্রমিকরা।