প্রিয়ার তৃষ্ণা
আনোয়ার-ই-তাসলিমা প্রথা
আমার সিগ্ধতায় মিশে আছো তুমি
অন্ধকারে কেন থাকো লুকিয়ে,
ঝরা পাতার শুকনো আওয়াজ
হৃদয়ের অনুভূতি রয়ে যাবে শুকিয়ে।
অন্তর মম বিকশিত হবে হৃদয়ের মাঝে
আমি সে রমনী দেখবো তোমায় নানান সাজে
তৃপ্ত বাসনার অতৃপ্ত বেদনায় আছি আমি পাশে
অনন্ত প্রেম বলিয়ান হবে আপন উল্লাসে।
তুমি কি রবে পাশে আমার হৃদয় স্পন্দনে
এক চিলতে তৃষ্ণার্ত প্রেম রবে তোমার পাশে
আপন পর একাকার হয়ে যাবো অনেক দূরে
অন্ধকারে থাকতে চাইনা আলো চাই জীবনে।