কলা পাতার রোদ্দুর
মার্জেনা চৌধুরী
একটি আশার ভিতরে অনেক কষ্ট
মানচিত্র একটাই
সুখ দুঃখ ভাগাভাগি করে খায় ,
আর আমি ধ্বংসস্তুপ
নিবৃত্তেই হাসি পরাজয় শৃঙ্খলা মাখায় !
ষোল আনায় সিকি আনা মাপি
বিষন্ন মনে নিথর চৌকোনা মাঠে লিখি,
কলিজার বাঁধনে রিক্তের আনাগোনা
ধ্রুবতারার দিকে হাত রাখি !
এত ভালবাসা আমার দিয়েছি
বদ্ধ কপাট সিথিল হয়নি কভূ
শিকঁড়ে জাল ভোট উদাসী ভূমে ,
মৃত্যুর উৎসব চলে
প্রহরের নব উদ্যমে !
ছল ছল চোখে জল ঝরে
আগুন হয়ে যাই
আর পতঙ্গই হই আমি কংকরে ,
এ কেমন জীবন আমার
শিশির মিশে যায় কলাপাতার রোদ্দুরে !