প্রশ্নফাঁস মোকাবেলায় সরকার ডিজিটাল পদ্ধতি কাজে লাগানোর কথা ভাবছেন বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের নতুন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।
শুক্রবার (১১ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়টা সব সময়ই একটা চ্যালেঞ্জ।প্রশ্ন ফাঁসের বিষয়টা পার্শ্ববর্তী দেশ ভারতেও একটা চ্যালেঞ্জ। প্রশ্ন ফাঁসের বিষয়টা উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতেও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা প্রতি বছরই আসবে। প্রত্যেক পরীক্ষার সময়ই আসবে। এই চ্যালেঞ্জটা আমাদের সকলে মিলে একসাথে মোকাবেলা করতে হবে।’
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন পাঠানোর বিষয়ে চিন্তা চলছে।
এ সময় নতুন শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় ফিরলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে, প্রশ্ন ফাঁস বিষয়ে সরকারের পাশাপাশি অভিবাবকদের সতর্ক হাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আগামীদিনে কর্মমুখী শিক্ষার ওপর জোড় দেওয়ার আহ্বান জানান তিনি।