বাংলাদেশ ক্রিকেট লিগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিপিএল। এবারের বিপিএল একদমই ভালো যাচ্ছে না খুলনা টাইটানসের। গতবার সেরা চারে খেলা দলটি হার মেনেছে প্রথম তিন ম্যাচে।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।
শনিবার (১২ জানুয়ারি) দুপুর ১ টায় দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া খুলনা আজ জিততে মরিয়া। টাইটানসের অলরাউন্ডার আরিফুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা তিনটা ম্যাচ খেলেছি, কিন্তু এখনও জয় আসেনি। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। দলের সামনে এখন জয় ছাড়া আর কোনও পথ নেই। যেভাবে হোক চিটাগং ভাইকিংসের বিপক্ষে জিততে চাই।’
এই ৪টি দলের মধ্যে একমাত্র চিটাগং ভাইকিংস তৃতীয় স্থান পেয়েছে। অন্যদিকে খুলনা এখনও জয়ের দেখা পায়নি। ইটানসের দুর্ভাগ্য, রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি কার্লোস ব্র্যাথওয়েট। ক্যারিবীয় অলরাউন্ডারের অনুপস্থিতি সমস্যায় ফেলেছে দলকে। আরিফুল জানালেন, ‘ব্র্যাথওয়েট আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ইনজুরি ভালোই ভোগাচ্ছে আমাদের। কারণ, ব্র্যাথওয়েটের জায়গা পূরণ করার মতো কেউ নেই। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।’
খুলনা টাইটানস:
নাজমুল হোসাইন শান্ত, রিলে রুশো, আফিফ হোসাইন, মাহমুদুল্লাহ, নিকোলাস পুরান, কার্লোস ব্র্যাথওয়েট, আরিফুল হক, জোফ্রা আর্চার, কাইলি অ্যাবোট, শফিউল ইসলাম, আবু জায়েদ।
চিটাগাং ভাইকিংস:
মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রঞ্চি, নাজিবউল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিঙ্ক।