ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

বিক্ষোভে অচল টেকনিক্যাল মোড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯
  • ১ বার পঠিত

পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরের বেশ কিছু বিক্ষোভ ও অবরোধ করছেন।

আজ শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সরকারি বাঙলা কলেজের সামনের সড়ক থেকে শুরু করে টেকনিক্যাল মোড় পর্যন্ত অবস্থা করছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

টেকনিক্যাল মোড়ে কল্যাণপুর থেকে গাবতলী হয়ে যাওয়া সব যানবাহন আটকা পড়ে আছে। আবার বিপরীত দিকে সাভার হয়ে ঢাকামুখী দূরপাল্লার গাড়িও এখানে আটকা পড়ে আছে।

যেসব পোশাক কারখানার শ্রমিক রাস্তায় নেমেছেন, এর মধ্যে রয়েছে বেবীলন, অ্যাপারেলস, ডিফাইনারি, আহমেদ ফ্যাশন, এ কে আর, কমফোর্টসহ বেশ কিছু পোশাক কারখানা।

বিক্ষোভরত এক শ্রমিক বলেন, ‘সরকারের নির্ধারিত বেতন অনুযায়ী আমাদের বেতন বাড়ছে না। ফলে, বেসিকের সঙ্গে সঙ্গে যে ওভারটাইম বাড়ে, তা আর বাড়ছে না।’

আট হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা করে গত ২৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে শ্রম মন্ত্রণালয়। চলতি মাস থেকে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা। তবে গত মাসের প্রথম সপ্তাহে সেই মজুরিকাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন নারায়ণগঞ্জ ও গাজীপুরের শ্রমিকেরা। নির্বাচনের আগে আন্দোলন কিছুটা স্তিমিত হলেও নির্বাচনের কয়েক দিন পর প্রতিদিনই নতুন নতুন এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ছে। সমস্যা সমাধানে মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় কমিটি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102