স্বামীকে চাচা ও দুই সন্তানকে ছোট ভাই পরিচয় দিয়ে অবিবাহিত এক তরুণের সাথে পরকীয়ায় জড়িয়ে ঘরছাড়া হয়েছে দুই সন্তানের জননী। অতঃপর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে প্রতারণার শিকার তরুণ ও প্রতারক প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ।
৫ জানুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ থেকে উধাওয়ের পর ১১ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আয়নাতলী গ্রাম থেকে ওই যুগলকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শরিয়তপুর জেলার গোসাইপুর উপজেলার মহিশকান্দি গ্রামের মৃত আবুল কালামের কন্যা রাহিমা বেগমের (২৪) দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় একই গ্রামের জসিম উদ্দিনের সাথে। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে জন্ম নেয়। বর্তমানে একজনের বয়স ১১ ও অপরজনের ৭। জসিম উদ্দিনের প্রথম স্ত্রী বিদেশে বসবাস করে। পেশাগত কারণে জসিম-রাহিমা দম্পতি ঢাকার কেরাণীগঞ্জে বসবাস করছিল। কিছুদিন আগে মোবাইল ফোনে রং নাম্বারে রাহিমা নালিতাবাড়ী উপজেলার আয়নাতলী গ্রামের তালেব আলীর ছেলে ঢাকায় গার্মেন্টে কাজ করা ইলিয়াসের (১৯) সঙ্গে পরিচয় হয়। পরে এরই সূত্র ধরে রাহিমা ইলিয়াসের সঙ্গে নিজের স্বামীকে চাচা ও দুই সন্তানকে ছোট ভাই পরিচয় দিয়ে পরকীয়ায় জড়ায়। একপর্যায়ে গত ৫ জানুয়ারি উধাও হয় তারা।
এরই প্রেক্ষিতে স্বামী জসিম উদ্দিন দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে প্রেমিকযুগলের অবস্থান সণাক্ত করে পুলিশ। পরে স্বামী নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তা চাইলে পুলিশ ১১ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে উভয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে স্বামী তার স্ত্রীকে বরণ করে নিতে চাইলেও স্ত্রী প্রেমিককে বিয়ে করার দাবী জানায়। কিন্তু বাধ সাথে প্রেমিক ইলিয়াস। রাহিমার স্বামী-সন্তান ও আরও এক পরকীয়ার খবর জেনে বেঁকে বসে। পরে কেরাণীগঞ্জ পুলিশ প্রেমিকযুগলকে তাদের হেফাজতে নিয়ে গেছে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা প্রেমিক যুগলকে উদ্ধার করে আনার পর ১২ জানুয়ারি শনিবার কেরাণীগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছেন।