টানা চার ম্যাচ হারের পর অবশেষে চলতি বিপিএলের ৬ষ্ঠ আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। কম স্কোর করেও এমন জয়ে আবশেষে বিশাল চাপের বোঝা নামল মাহমুদউল্লাহর কাঁধ ধেকে। আজ মেহেদী মিরাজের রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে খুলনা। এই জয়ের পরেও কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেতে মাহমুদুউল্লাহ রিয়াদের দলের সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে।
টস জিতে ব্যাট করতে নেমে রাজশাহী বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান তুলতে সক্ষম হয় খুলনা টাইটান্স। সবাই ধরে নিয়েছিল, পরাজয়ের বৃত্ত থেকেই বুঝি আর বের হতে পারলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল। টানা পঞ্চম ম্যাচেও বুঝি হারতে হলো তাদের?
কিন্তু নিয়তি যে ভিন্ন কিছু লিখে রেখেছে তাদের জন্য? ঢাকা পর্বে কোনো ম্যাচই জিততে না পারা দল খুলনা টাইটান্স সিলেট পর্বে এসে প্রথম ম্যাচেই তুলে নিলো নিজেদের প্রথম জয়।
জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেয় রাজশাহীর ব্যাটসম্যানরা। যে কারণে ইনিংসের ১ বল বাকি থাকতেই ১০৩ রান তুলে অলআউট হয়ে যায় রাজশাহী কিংস।