বিপিএলের চলতি আসরে চারটি ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখতে পারেনি খুলনা টাইটানস। ভাগ্য বদলের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছে তারা।
রাজশাহী কিংসের বিপক্ষে খরা কাটানোর ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের পুঁজি পেয়েছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন জহুরুল ইসলাম। উদানার বলে আরাফাত সানির তালুবন্দি হওয়ার আগে করেন ৬ বলে ১৩ রান। তিনি ফেরার পর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন দলের ব্যাটসম্যানরা।
উদানার পথে হেঁটে জোড়া শিকার করেন মেহেদী হাসান মিরাজ। জুনায়েদ সিদ্দীক ১৪ ও ডেভিড মালানকে ১৫ রানে ফেরান রাজশাহী অধিনায়ক। এই ম্যাচেও দলের কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ মাহমুদউল্লাহ। আরাফাত সানির শিকার হওয়ার আগে দুই অঙ্কও ছুঁতে পারেননি খুলনা অধিনায়ক। ৯ রান করে জোঙ্কারের হাতে ধরা পড়েন।
অধিনায়ক ফেরার পর খুলনাকে আরও বিপদে ঠেলেন মুমিনুল হক ও আরাফাত সানি। প্রথমে রানআউটে নাজমুল হোসেন শান্তকে (১১) ফেরান মুমিনুল। সানির করা একই ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন ক্রেইগ ব্র্যাথওয়েট (৮)।
৮২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর দলের স্কোর টেনেটুনে একশ পার করান ডেভিড ওয়াইজ ও আরিফুল হক। জুটিতে ৩৪ রান তোলার পর আউট হন প্রোটিয়া অলরাউন্ডার ওয়াইজ (১৩)। এটি ছিল খুলনা ইনিংসে সবচেয়ে বড় জুটি। ২৭ বলে ২৬ করে মোস্তাফিজুর রহমানের শিকার হন আরিফুল। পরের বলেই সরাসরি থ্রোতে তাইজুল ইসলামকে রানআউট করেন ফিজ।
কিংসদের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক মিরাজ, উদানা ও আরফাত সানি। মোস্তাফিজের পকেটে গেছে এক উইকেট।