চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর।
জামালপুরের কৃতী সন্তান এই বিখ্যাত সাংবাদিক মঙ্গলবার রাত ১টার দিকে চিকিৎসাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকা (জেএসএফডি) গভীরভাবে শোকাহত।
এক বিবৃতিতে জেএসএফডির আহ্বায়ক বদিউজ্জামান ও সদস্য সচিব উবায়দুল্লাহ বাদল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।