বাংলাদেশে দুটি আসরসহ এশিয়ার আগামী দুই বছরের সকল আসরের সচী প্রকাশ করলো এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল)। বছর জুড়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে থাকে এসিসি। এশিয়া কাপ ছাড়াও এসিসির অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, নারীদের এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপের মত আসর গুলো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
এক নজরে আগামী দুই বছরে এসিসির মূল আসরগুলো:
এশিয়া কাপ ২০১৯:
জুলাই : অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ
আয়োজক : শ্রীলঙ্কা
অক্টোবর – নভেম্বর : নারীদের ইমার্জিং এশিয়া কাপ
আয়োজক : শ্রীলঙ্কা
ডিসেম্বর : ইমার্জিং এশিয়া কাপ
আয়োজক : বাংলাদেশ