নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এখনও পর্যন্ত হতাহতদের নাম-পরিচয়ও জানা যায়নি।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের জমিদারহাট বড়পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চৌমুহনী থেকে ফেনী অভিমুখে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বড়পোল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন যাত্রীর মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল, চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের ড্রাইভার ও হেলপারের সন্ধান পাওয়া যায়নি।