শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পোড়াগাঁও ইউনিয়নস্থ আন্ধারুপাড়া-বাতকুচি এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব ধ্বংস করা হয়।
সূত্র জানায়, আন্ধারুপাড়া-বাতকুচি এলাকায় চেল্লাখালী নদীর তীরবর্তী সমতল ও পাহাড়ের ঢাল খুঁড়ে কতিপয় বালু ব্যবসায়ী বড় বড় ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সম্প্রতি বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থার কথা জানান। এরই প্রেক্ষিতে বুধবার ওই স্থানে অভিযান চালিয়ে ৬টি শ্যালুচালিত ড্রেজার হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আগুন জ্বালিয়ে ধ্বংস করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিনসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ব্যবহৃত মেশিনগুলো পাওয়া গেছে। সেগুলো ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।