শ্বশুরের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ারা-ই-তাসলিমা। সোসাইটির চেয়ারম্যান আনোয়ারা-ই-তাসলিমার শ্বশুর কয়েকদিন থেকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত বুধবার আনোয়ারা-ই-তাসলিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেনে আমার শ্বশুর গত ছয়দিন থেকে ধানমণ্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি খুব অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
সৃষ্টিবার্তা পাঠকদের জন্য ফেসবুকে দেওয়া স্টেটাসটি হুবহু তুলে ধরা হলো….
“My father in law is very sick. He is admitted in popular hospital at dhanmondi last 6days. Please everybody pray for my father in law. Such a great person he is! Protha”