একদিন বিরতির পর ফের মাঠে গড়াল বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে আগে বোলিং করছে সাকিব আল হাসানের ঢাকা।
শুক্রবার হওয়ায় অন্যান্য দিনের চেয়ে আধা ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪ জয় ও ১ পরাজয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ঢাকা। সবশেষ ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে হেরে গেছেন ডায়নামাইটসরা। এ ম্যাচে জিতে জয়ের ধারায় ফিরতে চান তারা।
আর ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ হারে তালিকার ষষ্ঠ স্থানে সিলেট। সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছেন সিক্সার্সরা। ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তারা।
সিলেট সিক্সার্স একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, আলোক কাপালি, আফিফ হোসেন, জাকের আলী, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল আমিন-হোসেন ও মোহাম্মদ ইরফান।
ঢাকা ডাইনামাইটস একাদশ
সুনীল নারাইন, মিজানুর রহমান, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (উইকেটরক্ষক), অ্যান্ড্রিউ বির্চ, রুবেল হোসেন, দারউইশ রাসুলি ও আলিস আল ইসলাম।