বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর। এছাড়া বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টও বলা হয়ে থাকে।
বিশ্বের সেরা ধনী ফ্রাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরেই বিপিএলের স্থান।
দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের উপস্থিতিতে প্রায় আইপিএলের সমান থাকতে পারলেও দর্শক উপস্থিতিতে অনেকটাই পিছিয়ে আছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের টি২০ আসরটি।
নতুন আশা নিয়ে প্রতি বছরই বিপিএলের যাত্রা শুরু হয়। তবে বেশিরভাগ সময়ই হতাশ হতে হয়েছে সমর্থকদের। প্রযুক্তির সীমাবদ্ধতা কিংবা লো স্কোরিং উইকেটের জন্য দর্শক সমাগম কম হওয়াটা প্রতিবারের নিয়মিত ঘটনা। এক্ষেত্রে ঢাকার খেলা গুলোতে দর্শক খরা বেশি চোখে পড়ে।
এ বছর শীত মৌসুম আর সন্ধ্যার পর শিশির পড়ার কারণে বিপিএলের সময় সূচি আগেই এগিয়ে আনা হয়েছিল। দিনের প্রথম ম্যাচ শুরু করা হয়েছিল দুপুর সাড়ে ১২টা এবং পরবর্তী ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে থেকে শুরু করা হয়েছিল।
তবে, বিপিএলের ৮ ম্যাচ যেতে না যেতেই সূচিতে পরিবর্তন আনল বিপিএল গভর্নিং কাউন্সিল। দিনের ম্যাচগুলোর শুরুর সময় পিছিয়ে দেয়া হলো ১ ঘণ্টা করে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শুক্রবার (১৮ জানুয়ারি) যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলে এখন চলছে সিলেট পর্ব। শুক্রবার হওয়ার কারণে আজ বেলা দেড়টার পরিবর্তে খেলা শুরু হবে দুপুর দুইটায়। দিনের প্রথম খেলায় বেলা দুইটায় মোকাবেলা করবে ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স।
টুর্নামেন্টে উড়তে থাকা ঢাকাকে গত ম্যাচে ‘মাটিতে নামিয়ে এনেছে’ রাজশাহী তাই আজ তারা আবার ছন্দে ফিরতে চাইবে। অন্য দিকে প্রথম দিকে হারের বৃত্তে থাকা সিলেট ছন্দে ফিরেছে গত ম্যাচে। যদিও তাদের অধিনায়ক ওয়ার্নারের ইনজুরি দলটির জন্য বিপদ ডেকে এনেছে।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। ভালোই ছন্দে আছে ইমরুল কায়েসের দল। অন্য দিকে মাহমুদুল্লার দল সিলেট পর্বে এসে গত ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে। উভয় দলই চাইবে জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে।