ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের জন্য নয় বরং এ আইন দেশের সব মানুষের জন্য বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো। ওয়েজবোর্ডের মধ্যে টিভি নাই। টিভি অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের যে উদ্বেগ রয়েছে তা দূর করতে আমি চেষ্টা করবো।
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের সুরাহা হওয়া প্রয়োজন। এ হত্যাকাণ্ডের আসামীদের যেন গ্রেপ্তার ও শাস্তি হয় সেই চেষ্টা করবো।