লক্ষ্মীপুরের সদরে ট্রাক-অটোরিক্স সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। বুধবার ভোরে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাক রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাত আরোহীর মৃত্যু হয়।
নিহতরা হলেন চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার শাহ আলম, তার স্ত্রী নাসিমা, ছেলে অমিদ, শাশুড়ি শামসুন্নাহার, শালিকা রোকেয়া, তার ছেলে রুবেল ও সিএনজি চালক নূর হোসেন সোহাগ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।