কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, তারা ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত।
র্যাবের ভাষ্য, গতরাতে মেরিন ড্রাইভ রোডের বাহারছড়া ঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে তাদের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই ইয়াবা ব্যবসায়ী। উদ্ধার করা হয় ৫০ হাজার ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি।
এদিকে, মহেশখালীর মাতারবাড়িতে ডাকাতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় দু’পক্ষের গুলিবিনিময়ে হেলাল নামে এক ডাকাত নিহত হয় বলে দাবি করেছে পুলিশ।