২৮ রানের মধ্যে সাব্বির রহমান ও লিটন দাসকে হারিয়ে ধাক্কা খেয়েছিল সিলেট সিক্সার্স। পরে আফিফ হোসেনকে নিয়ে খেলা ধরেন জেসন রয়। দুর্দান্ত খেলছিলেন তারা। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল। তবে হঠাৎই ছন্দপতন। সেকুগে প্রসন্নের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরলেন রয়। ফেরার আগে ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রানের নান্দনিক ইনিংস খেলেছেন তিনি।
ওয়ার্নারের বিকল্প হিসেবে রয়কে উড়িয়ে এনেছে সিলেট। তাকে নিয়েই একাদশ গঠন করেছে দলটি। এ ম্যাচ দিয়েই এবার বিপিএলে রানের অভিযান শুরু করলেন রোমাঞ্চকর ইংলিশ ব্যাটসম্যান।
শেষ খবর পর্যন্ত ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১১৫ রান করেছে সিলেট। ইনফর্ম আফিফ হোসেন ও নিকোলাস পুরান ব্যাট করছেন।
ম্যাচ শুরুর আগে সবাইকে চমকে দেয় সিলেট। কনুইয়ের ইনজুরিতে পড়ে বিপিএল ছেড়ে এখন অস্ট্রেলিয়ায় নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে অধিনায়কত্ব পান সোহেল তানভীর। তবে তিনি দলকে নেতৃত্ব দেয়া হলো মাত্র এক ম্যাচ। গেল মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে হারের পর তার হাত থেকে অধিনায়কের আর্মব্যান্ড খুলে নিয়েছে সিলেট। নতুন দলনায়ক হয়েছেন অলক কাপালি। তবে টসভাগ্যকে পাশে পাননি তিনি। হেরে যান রাজশাহী কিংস অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
ফলে আগে ব্যাটিং করতে নামে সিলেট। অবশ্য শুরুটা আশাব্যঞ্জক হয়নি র। সূচনালগ্নে আরাফাত সানির শিকার হয়ে ফেরেন সাব্বির রহমান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত ২৪ রানে ফেরেন লিটন দাস।
বিপিএলের চলতি আসরে নাজুক অবস্থায় সিলেট। ৮ ম্যাচে ২ জয় ও ৬ পরাজয়ে টেবিলের তলানিতে ‘চায়ের দেশ’। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪টি করে জয়-পরাজয়ে পঞ্চম স্থানে রাজশাহী। আগেভাগে কোয়ালিফাইংয়ের খেলা নিশ্চিত করতে হলে ম্যাচটিতে জয় গুরুত্বপূর্ণ কিংসদেরও।