বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকার দুই পর্ব ও সিলেট পর্ব শেষে করে এবার বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।
শুক্রবারের (২৫ জানুয়ারি) চট্টগ্রামের প্রথম ম্যাচে মুখোমুখি রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
বিপিএলের চলতি আসরের তলানিতে থাকা সিলেটের মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরের রাজশাহী। ৮ ম্যাচ খেলে সিলেটের জয় মাত্র ২ ম্যাচে। অপরদিকে একই সংখ্যক ম্যাচ খেলে রাজশাহীর জয় ৪ ম্যাচ।