মিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ওই ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ওই দুর্ঘটনায় নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায়।
সঞ্জিত নীলফামারী জেলার জলঢাকা থানার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে। তিনিও (মামলার বাদী) ওই ইটভাটায় কাজ করতেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ১৩ জন শ্রমিক নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে নিহতদের পরিবারের মধ্যে রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত বাদী হয়ে দ:বি: ৩০৪ (ক) ধারায় ওই মামলাটি দায়ের করেন।
তিনি আরও জানান, মামলায় ট্রাকচালক ও হেলপারের নাম-পরিচয় অজ্ঞাত থাকলেও পুলিশ তাদের নাম পরিচয় বের করে অবশ্যই গ্রেফতার করবে।
এদিকে পুলিশের ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ শনিবার ভোরে নীলফামারীতে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।