জাতীয় পরিচয় – এনআইডি এ এবার ১০ বছর বয়সীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন -ইসি। এক্ষেত্রে তাদের অস্থায়ী এনআইডি দেয়া হবে। আর বয়স ১৮ হলেই ভোটার তালিকায় যুক্ত হবে।
বর্তমানে দেশে ১০ কোটি ৪২ লাখের মতো ভোটার রয়েছেন। ২০১৫ সালের ২৫ জুলাই থেকে প্রথমবারের মতো ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেয় কমিশন। সে সময় ১৬ বছর বয়সীরাও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।
২০১৫ সালে নেয়া শূন্য বছর বয়স থেকে এনআইডি দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে ইসি। এতে একই ব্যক্তির ভিন্ন নামের জটিলতা আর থাকবে না।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ৫ (২) অনুযায়ী-ভোটার নয়, এমন নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র দিতে পারবে কমিশন। এ আইনের বলেই কমিশন এ উদ্যোগ নিয়েছে।