রাঙামাটির কাপ্তাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুলশিক্ষকের নাম লিটন তঞ্চঙ্গ্যা (৩২) নাম। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার বিকেলে শিক্ষক লিটন ওই উপজেলার নারায়নগিরি উচ্চ বিদ্যালয়ে পাঠদান শেষে স্কুল থেকে বাড়ির উদ্দেশে বাসায় ফেরার পথে অটোরিকশা উল্টে গুরুতর আহত হন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদিম আহম্মেদ চৌধুরী শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাটানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।