বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদোভ।
আজ এক বার্তায় আজারবাইজানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক দু’দেশের জনগণের কল্যাণে যৌথ প্রচেষ্টায় আরো জোরদার ও গভীর হবে।