ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের অর্থ তদারকিবিষয়ক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, রিজার্ভের অর্থ চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরসিবিসি, ফিলিপাইনের ক্যাসিনোসহ অন্যদের আসামি করে নিউইয়র্কের আদালতে একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘মামলাটির বিষয়ে বিস্তারিত তথ্য রোববার সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেডারেল) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করা হয়। আন্তর্জাতিক হ্যাকাররা প্রায় ১০০ কোটি মার্কিন ডলার চুরি করার ষড়যন্ত্র করেছিল।

এর কয়েক মাসের মধ্যেই শ্রীলঙ্কার ব্যাংকে যাওয়া ২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ফেরত আনা সম্ভব হয়। তবে ম্যানিলাভিত্তিক আরসিবিসি ব্যাংকে যাওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করা যায়নি।

পরে ফিলিপাইন সরকার ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৮ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে ফেরত দেয়।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির আলোচিত ঘটনায় তৎকালীন আরসিবিসির ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতোসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।

দীর্ঘ তিন বছরের আইনি প্রক্রিয়া শেষে গত ১০ জানুয়ারি দোষী সাব্যস্ত করে দেগুইতোকে কারাদণ্ডের আদেশ দেয় ফিলিপাইনের একটি আঞ্চলিক আদালত। একই সঙ্গে তাঁকে ১০৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102