প্রশ্নফাঁসের অপচেষ্টায় কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে হলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সকালে উত্তরা আশকোনার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রথম দিনে পরীক্ষার সার্বিক পরিবেশ ভাল। এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোন খবর পাওয়া যায়নি। গতবছরের ন্যায় এবারও যেন প্রশ্ন ফাঁস না হয় সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় যেন ভাল রেজাল্ট করতে পারে সেজন্য শুভকামনা জানিয়েছেন সবাইকে।
এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তারা।