শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, আর প্রশ্নপত্র ফাঁস হবে না।
রবিবার ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কোনোভাবেই যেন প্রশ্নফাঁস হতে না পারে সে বিষয়ে আমাদের কঠোর নজরদারি থাকবে।
দীপু মনি আরও বলেন, শনিবার বিভিন্ন জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বিতরণে ভুল ধরা পরেছে। ভুল ও অসঙ্গতি বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রশ্নফাঁস রোধে যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে।