রংপুর ও রাজশাহী বিভাগের শীর্ষ জঙ্গি নেতাসহ মোট ৩৩ জন দুর্ধর্ষ জঙ্গি গ্রেফতার করে বাংলাদেশে পুলিশ সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা ) পেয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১৩ অধিনায়ক মো. মোজাম্মেল হক।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে সম্মানসূচক এই পদক পরিয়ে দেন। এর আগেও তিনি একবার বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক পান।
এছাড়াও তিনি দেশের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সরকার প্রবর্তিত ডিজিটাল অ্যাওয়ার্ড পদক লাভ করেন।
পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১৩ অধিনায়ক মো. মোজাম্মেল হক সৃষ্টি বার্তাকে বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে ভালো কাজ করার আগ্রহ আরও বেশী বেড়ে যায়। তিনি বলেন, ২০১৪ সালে র্যাব-১৩ ব্যাটালিয়ন গঠনের পর এবার সামগ্রিকভাবে ১৪টি ব্যাটালিয়নের মধ্যে র্যাব-১৩ তৃতীয় হয়েছে। জঙ্গিবিরোধী সাহসী অভিযানের কারণে র্যাব-১৩ আরও দুজন মেজর সোহেল রানা ও মেজর আরমিন রাব্বি পিপিএম সাহসিকতা পদক পেয়েছেন বলেও জানান তিনি।;
মূলত তিনি র্যাব-১৩ অধিনায়ক হিসেবে দায়িত্বভার নেওয়ার পর থেকেই জঙ্গি নেটওয়ার্ক একের পর এক ভেঙে দেয়া হয়েছে। রংপুরের ও রাজশাহী বিভাগের জেএমবির সমন্বয়ক আব্দুর রহমান ও সামরিক কমান্ডার রাহাত এবং ওই এলাকার আনসার উল্লাহ বাংলা টিমের আমির লাল মিয়াকে গ্রেফতার করে র্যাব্। নিজের জীবনকে বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে র্যাব-১৩ কে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন চৌকশ এই কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১০ সালের ২০ অক্টোবর তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে জয়পুরহাট জেলায় যোগদান করেন। এরপর ২০১২ সালের ২৭ জানুয়ারি তিনি বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
তিনি ২০১৫ সালের ৩ জুন তারিখে নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর গণমুখী পুলিশি ব্যবস্থা গ্রহণ করে জেলার মাদক, সন্ত্রাস নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উক্ত জেলাগুলোর জনগণের পুলিশের সেবা পৌঁছে দিয়েছেন সবার কাছে। উক্ত জেলাগুলোর প্রতিটি মানুষের ভালবাসার মানুষ ছিলেন এবং আজও আছেন জনাব মোজাম্মেল হক।