রাজধানীতে মেট্রোরেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কারো হতাহতের ঘটনা ঘটেনি তবে এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র অফিসার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুততম সময়ে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলেই ধারণা করছি।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ডিপোর সিনো ট্রাক ওয়াটার টেন্ডার গাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ কারণে বড় ধরনের ক্ষতি হয়নি।
তদন্তের পরই অগ্নিকাণ্ডের উৎস বিষয়ে নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।