রাজশাহীর গোদাগাড়ীতে মতিউর রহমান মতি (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দ্বিগ্রাম এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকালে উপজেলার দ্বিগ্রাম এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মতির বুকে ও কপালে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি আরও জানান, মতি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এছাড়া তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দ্রুত বিচার আইনে ২০০৬ সালের একটি মামলা রয়েছে।