দেশে আরো তিনটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এ তিনটি ব্যাংক হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক।
গতকাল রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বোর্ড সভায় এই ব্যাংক তিনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে দেশে ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৬২-তে। এর আগে গত অক্টোবরে চূড়ান্ত অনুমোদন পায় পুলিশ সদস্যদের মালিকানায় ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’। এটি এখনো কার্যক্রম শুরু করেনি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বেঙ্গল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে আছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানার হকের নাম প্রস্তাব করা হয়েছে আর যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ কাশেমের নাম রয়েছে পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হিসেবে।
বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ তিনটি ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা ব্যাংক স্থাপনের আগ্রহপত্র দেওয়া হয়েছে। তবে তাদের পেইড আপ ক্যাপিটাল (পরিশোধিত মূলধন) ৫০০ কোটি টাকা হতে হবে—এটিসহ কয়েকটি শর্তে তাদের লাইসেন্স দেওয়া হবে বলে জানানো হয়েছে।