নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাস স্ট্যান্ডে বিআরটিসি বাসের চাপায় সেলিম হোসেন (৩৪) নামে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
পুলিশ জানায়, দুপুরে নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি সামনের দিক থেকে মোটর সাইকেল আরোহী ৩ যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর বাইক চালক সেলিম মারা যায়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কমিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।