সিলেট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের চিকিৎসক সংকট দূর করতে আগামী দুই মাসের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার, সেই সাথে নির্বাচনী ইশতেহার বাস্তাবায়নে অচিরেই প্রতিটি বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতাল ও একটি করে কিডনি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও সেবক সেবিকাদের সাথে মতবিনিময় কালে একথা বলেন মন্ত্রী।
এসময় উপস্তিত ছিলেন স্বাস্থ্য সচিব জিএম সালেহ উদ্দিন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ময়নুল হক।
মতবিনিময় অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান দু একটি হাসপাতালে দুদক ডাক্তার দের উপস্থিতি দেখতে গিয়েছিলো এর পর কিছু পরামর্শ দিয়েছে যাতে করে স্বাস্থ্য সেবায় আরো স্বচ্ছতা আসে সেই পরামর্শ গুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান মন্ত্রী।