প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে মোট ১৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান নারী পদে জয়ী হয়েছেন ৭ জন।
প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এমন তথ্য দিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহাকারী সচিব আশফাকুর রহমান। চেয়ারম্যান পদে যে ৭ উপজেলায় যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-পঞ্চগড়ের বোদা, নীলফামারী সদর, জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী, জয়পুরহাট সদর।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যে ৫ উপজেলায় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে- জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর।
ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৭ উপজেলায় যে সব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে-লালমনিরহাট সদর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর, নাটোর সদর, রাজশাহীর গোদাগাড়ী এবং জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ।
আশফাকুর রহমান জানান, ভাইস চেয়ারম্যান পদে দু-এক জনের সংখ্যা বাড়তে পারে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর। প্রথম ধাপে ৮৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ মার্চ।
দ্বিতীয় ধাপের মনোনয়পত্র বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মতো রয়েছেন ২৪ প্রার্থী। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার শেষে তাদের কেউ প্রত্যাহার না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা।