সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি দেয়া ও রাষ্ট্র বিরোধী প্রচারণার অভিযোগে কামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। কামালা নরসিংদী শিবপুর উপজেলার চৈতন্য এলাকার হাজী ইদ্রিস আলী মুন্সির ছেলে। গতকাল রাতে নরসিংদী শহরের ভেলানগর হতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ ও বিভিন্ন রাষ্ট্র বিরোধী প্রচারণার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোনে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় নরসিংদী শহর ছাত্রলীগের সহ সভাপতি তুষার ভুইয়া বাদী হয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম জানায়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি কামাল হোসেন কে ৩ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।খবর:যমুনা টিভি