পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১২৭ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়নের চূড়ান্ত করা হয়।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৃণমূল নেতাদের সুপারিশ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে দলটির মনোনয়ন বোর্ড এই ১২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ অন্যান্যরা। তৃতীয় দফায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৪ মার্চ।