বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরের দুধঘাটায় নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়।
এর আগে এদিকে বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদ (২৩) এর লাশ গ্রহণ করবে না তার পরিবার।
ছিনতাই চেষ্টাকারীর বাবা শুনে বুক ফেটে যাচ্ছে জানিয়ে পলাশের বাবা বলেন, যে ছেলে পরিবারের শুধু নয় দেশের সম্মান নষ্ট করে তার লাশ নেয়ার কোন ইচ্ছা আমার নেই। তবে ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় আমাদের কিছু করতে হয়।
এ সময় তিনি আরও বলেন, খোদা তুমি আমাকে এই দিনটা দেখানোর জন্য কেন আমাকে বাচাইয়া রাখলে? সন্তানের এমন দৃশ্য দেখার ও শুনার আগে আমায় কেন পৃথিবী থেকে নিয়ে গেলে না।
এ বিষয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাবা ফিয়ার জাহান বলেন, আমরা পলাশের লাশ নিতে যাবো না। যদি প্রসাশনের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে গ্রহণ করবো।
তবে, পলাশের বাবা পিয়ার জাহান বলেন, তার লাশ গ্রহণ করার আমার কোনো ইচ্ছে ছিল না। প্রশাসন আমাদেরকে ডাকায় সোমবার রাতে আমি তার লাশ নিতে চট্টগ্রামে যাই।
তিনি বলেন, পতেঙ্গা পুলিশের কাছ থেকে লাশ নিয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছাই। সকাল ৯টার দিকে তাকে দাফন করা হয়।