বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের ভাষানটেক জাহাঙ্গীর বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ভষ্ম হয়ে গেছে ১৫০০টি কাঁচা ঘর এবং ২০০টি দোকান। আজ বিকেলে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমা, ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ ওয়ালী উল্লাহ, সহকারী পরিচালক ইলিয়াস রহমান তপন সহ সংস্থার অন্যান্য সদস্যরা। এসময় ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির সদস্যরা।
ক্ষতিগ্রস্থদের একজন মুস্তাকিম, তিনি সংস্থার সদস্যদের কাছে বললেন আগুনের পরপরই বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল। বের হবার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় লোকজনের ভীড়ে চাপা পড়ে বেশীর ভাগ লোকই আহত হয়। একাধিক ছোট বাচ্চা পানিতে ডুবে মারা যায় বলে তিনি জানান। আহমেদ নামে আরেকজন ক্ষতিগ্রস্ত জানায় যে তার ২০টি ঘর, ৬টি ছাগল এবং নগদ ৩ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নীচে ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছে। বস্তিবাসীদের সকলের দাবী “রহিঙ্গারা যদি এদেশে জায়গা আশ্রয় পায় তবে আমাদেরকেও আশ্রয় দিতে হবে। ”