ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

আট উপজেলায় আ.লীগের ৬, বিদ্রোহী ২ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ০ বার পঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার আটটি উপজেলায় রোববার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথায় কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি।

বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নেত্রকোণা সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক তফসির উদ্দিন খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মো. নূরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মোহনগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মো. শহীদ ইকবাল, খালিয়াজুরী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত গোলাম কিবরিয়া জব্বার, মদন উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মো. হাবিবুর রহমান, কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী মাইনুল হক কাসেম, দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার।

রোববার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৪৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের এই নির্বাচনে জেলার ১০টি উপজেলার মধ্যে নয়টিতে হওয়ার কথা ছিল। কিন্তু পূর্বধলা উপজেলায় সম্প্রতি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে। এতে করে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হওয়ায় নির্বাচন কমিশন গত শুক্রবার তা স্থগিত করে। আর আটটি উপজেলার মধ্যে সদর ও কেন্দুয়াতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া ছয়টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ছয়জনসহ ১৭ জন, আটটিতে ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেছেন।

সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মদন ও খালিয়াজুরিতে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষণীয় নয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই দুই হাওরাঞ্চলে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। সকাল পৌনে নয়টার দিকে খালিয়াজুরি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে কেন্দ্রের বাইরে ১০/১২ জনের মতো নারী ভোটার ও গুটি কয়েকজন পুরুষ ভোটার রয়েছেন। ভেতরে প্রবেশ করে প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রৌফ সরকারের কাছে জানা গেছে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শামছুজ্জামান সুয়েব তালুকদারসহ মাত্র চারজন ভোট দিয়েছেন।

সকাল ১০টার দিকে ওই উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভেতরে নারীদের দুইটি বড় লাইন রয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে কৃষ্ণপুর এপিপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভেতরে ও বাইরে নারী পুরুষের ভিড় রয়েছে। এর মধ্যে ভেতরে নারীদের তিনটি দীর্ঘ লাইন রয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা রাজিব আহমেদ জানান প্রায় তিন হাজার ভোটারের মধ্যে ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মোতাহসিম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথায়ও কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি।
সূত্র: জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102