ads
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

এই টার্নারের কাছেই হেরে গেল কোহলিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ০ বার পঠিত

অ্যাস্ট টার্নারের কাছেই হেরে গেল ভারত। তার ব্যাটিং তাণ্ডবের সামনে কোনো পরিকল্পনা কাজে আসেনি বিরাট কোহলির। শেষ দিকে ৪৩ বলে (প্রায় দুইশো স্টাইকরেটে) অপরাজিত ৮৪ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন টার্নার।

রোববার মোহালিতে ভারতের বিপক্ষে ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দলের হয়ে অসাধারণ অবদান রাখেন উসমান খাজা ও পিটার হ্যান্ডসকম্ব। ১২ রানে দুই উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান তারা।

তৃতীয় উইকে ১৯২ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান উসমান খাজা ও পিটার হ্যান্ডসকম্ব। আগের ম্যাচে সেঞ্চুরি করা উসমান খাজা এদিন ফেরেন ৯১ রানে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন পিটার হ্যান্ডসকম্ব। ১১৭ রানে হ্যান্ডসকম্ব আউট হলে বাকি কাজটা সারেন অ্যাস্টন টার্নার।

দলের গুরুত্বপূর্ণ সময়ে অসাধারণ ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জেতা টার্নার বলেন, এই জয়ে আমি মুগ্ধ, সত্যিকার অর্থেই আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি শেষ বল পর্যন্ত খেলাটা নিতে চাইনি। আমি চেয়েছি তার আগেই খেলাটা শেষ করে জয় ছিনিয়ে নিতে।

অস্ট্রেলিয়ার মতো দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই নায়ক টার্নার। তার ৪৩ বলের ৬টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে গড়া ৮৪ রানের লড়াকু ইনিংসে ভর করে জয় পেল অস্ট্রেলিয়া।

এদিন ম্যাচ জয়ে অবদান রাখা ২৬ বছর বয়সী টার্নার আরও বলেন, প্রতিদিন ভালো খেলা সম্ভব নয়, আমরা আজ যেভাবে খেলছি তা সত্যিই অসাধারণ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ি খেলতে পেরেছি। ম্যাচে অনেক উত্তেজনা ছিল। শেষ দিকে আমরা চাপেও পড়েছিলাম। আমাদের সৌভাগ্য যে আমাদের কয়েকটা ক্যাচ মিস করেছে ভারতীয় ফিল্ডাররা। যে কারণে আমরা জয়ে পেয়েছি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ৩৫৮/৯ (ধাওয়ান ১৪৩, রোহিত ৯৫, প্যান্ট ৩৬, রাহুল ২৬, বিজয় শঙ্কর ২৬, কেদার যাদব ১০, কোহলি ৭; পেট কামিন্স ৫/৭০, রিচার্ডসন ৩/৮৫)।

অস্ট্রেলিয়া: ৪৭.৫ ওভারে ৩৫৯/৬ (হ্যান্ডসকম্ব, ১১৭, উসমান খাজা ৯১, টার্নার ৮৪*, ম্যাক্সওয়েল ২৩, কেরি ২১)।

ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া)।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে (২-২) সমতায় ফিরল অস্ট্রেলিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102