ads
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ১৪ বার পঠিত

ফিলিপাইনকে গোল বন্যায় ভাসিয়ে একদিন আগেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াকু ফুটবলে মিয়ানমারকে হারিয়ে সে লক্ষ্য পূরণ করেছে লাল-সবুজ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মিয়ানমারকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে একমাত্র গোলটি করেন মনিকা চাকমা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বয়সভিত্তিক ফুটবলে গত কয়েক বছর ধরে ফর্মের তুঙ্গে রয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ধারাবাহিকতায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বেও ধরে রেখেছে মারিয়া মান্ডার দল। ৩ মার্চ এ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গত নভেম্বরে অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। যে কারণে ম্যাচ নিয়ে কিছুটা দুঃচিন্তায় ছিলেন মারিয়া মান্ডারা। তবে মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে সব কিছুকে পেছনে ফেলে কেবল জয়ের সন্ধানে ছুটতে থাকে লাল-সবুজের মেয়েরা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে মনিকা চাকমার নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কর্নার থেকে নেওয়া মনিকার শট মিয়ানমার গোলরক্ষকের হাত ফসকে জড়িয়ে যায় জালে। পরে সে স্কোর লাইন ধরে রেখে জয়ের আনন্দে মেতে ওঠে তহুরারা। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে গুঁড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে এশিয়ার সেরা আটটি দেশকে নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে।

যেখানে সরাসরি খেলবে গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। এই দলগুলোর সঙ্গে যোগ হবে দ্বিতীয় পর্বের সেরা চার দল। এরইমধ্যে তাদের একটি হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102