ads
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে হাবিবাসহ প্রার্থিতা ফিরে পেলেন ৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ১ বার পঠিত

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আপিল করা পাঁচজনই তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। ওই পাঁচজনের মধ্যে আছেন বাম জোটের প্যানেলে সাধারণ সম্পাদক (জি এস) প্রার্থী উম্মে হাবিবা বেনজীর।

আজ শুক্রবার বিকেলে ডাকসু নির্বাচন সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আগামী ৩ মার্চ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যারা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিল তাদের আবেদন মঞ্জুর হয়েছে। তারা সবাই প্রার্থিতা ফিরে পাচ্ছে। এর ফলে আপিল করা পাঁচজনেরই নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাম জোটের জি এস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর।

হাবিবা বলেন, ‘শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার ম্যাডাম আমাকে জানান, প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদনের রায়টা আমার পক্ষে গেছে। আমি এখন ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী উভয়ই হতে পারব।’

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এ আর এম আসিফুর রহমানও প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানান।

এর আগে বুধবার প্রকাশিত তালিকায় সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে পাঁচজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।
সূত্র:এনটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102