সাংবাদিক মনিরের স্ত্রী তানজিনা খানম করুণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শেরপুর ইয়ুথ রিপোর্র্টাস ক্লাব। সংগঠনের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী শুক্রবার রাতে এক বিবৃতিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বাংলার কগজের সম্পাদক ও চ্যানেল নাইনের শেরপুরে জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের স্ত্রী তানজিনা খানম করুণা মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে নকলা উপজেলার নারায়নখোলায় নিজ বাড়িতে ১লা মার্চ শুক্রবার রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ১১ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, তানজিনা খানম করুণা কবি ও সাহিত্যিক ছিলেন।