স্বাধীনতার মাস উপলক্ষে রক্ত সৈনিক বাংলাদেশ (বিএসবি) শেরপুর জেলা শাখার উদ্যোগে ও শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের ( এসজিসি) আয়োজনে মাসব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়ের জন্য ডোনার প্রস্তুত রাখা সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দিনব্যাপী সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর খারচর প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন চর খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান খান।
এ সময় উপস্থিত ছিলেন- রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও মানবাধিকার কর্মী শামিম হোসেন, রক্ত সৈনিক বাংলাদেশ ও শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু, রক্তদান বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী সদস্য ও কানাশাখোলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য তৌহিদুর রহমান, রতন জেমস, সোহবান মিয়া, সদস্য এমদাদ হোসেন, চর খারচর শাখার আহ্বায়ক মো. সজিব আহম্মেদ জান প্রমুখ।
দিনব্যাপী এ কার্যক্রমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৪শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা ও গর্ভবতী মায়ের জন্য ডোনার প্রস্তুত রাখা সম্পর্কে আলোচনা করা হয়।