স্টাফ রিপোর্টার : হাফেজ মেহেদী হাসান প্লাবন তার পিতা মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক ও মা মরহুমা জরিনা বেগমের দোয়া চেয়েছেন। ২০১৭ সালের আজকের এই দিনে তার মা জরিনা বেগম ইন্তেকাল করেন এবং তার পিতা একই বছরের ২ মার্চ ইন্তেকাল করেন।
হাফেজ মেহেদী হাসান প্লাবন জানান, জেলা কারাগার জামে মসজিদের ইমাম ও শহরের উত্তর গৌরীপুর এলাকার বাসিন্দা আমার পিতা হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে উত্তর গৌরীপুরস্থ বাসায় আকস্মিক মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন।
তখন প্রথমে সদর হাসপাতালে এবং পরে ঢাকার নিউরো সায়েন্স এন্ড হাসপাতালে ভর্তি করা হলে আমার পিতা ওই হাসপাতালে ৩ দিন সংজ্ঞাহীন অবস্থায় থাকার পর ২ মার্চ মারা যান। এর পরপরই আমার মা একই রোগে আক্রান্ত হন। পিতার মৃত্যুর ২২ ঘন্টার মাথায় ৪ মার্চ শনিবার বিকেলের দিকে আমাকে এতিম করে মা দুনিয়া ছেড়ে চলে যান।
পিতা-মাতার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকলের কাছে হাফেজ মেহেদী হাসান তার মরহুম পিতা-মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেস্ত নসীব করেন।।