নরসিংদীর মাধবদীতে আমিনুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৪ মার্চ) সকালে মাধবদীর আনন্দী এলাকার আলতাফ হোসেনের বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল কুড়িগ্রামের ফুলবাড়ি গংগারহাট এলাকার মজিবুরের ছেলে। তিনি আলতাফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি টেক্সটাইল মিলে কাজ করতেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে। স্ত্রীর সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মাধবদী থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।