নীলফামারীতে বখাটের উত্ত্যক্তের অপমান সইতে না পেরে, আত্মহত্যা করলো নবম শ্রেণির এক ছাত্রী। রোববার (৩ মার্চ) সৈয়দপুরের ভুজারীপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকার সুমী রানী নিজ বাড়িতে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী সূর্য তাকে উত্যেক্ত করলে তা দেখে ফেলে স্থানীরা। উপস্থিত মানুষের নানা সমালোচনার পর ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমী।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গতকাল সৈয়দপুর থানায় সূর্যকে আসামি কোরে একটি মামলা করেছে ওই কিশোরীর মা। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেলেও এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ।